You have reached your daily news limit

Please log in to continue


সচিন আজকের দিনেই অস্ট্রেলিয়ার মাটিতে কনিষ্ঠতম টেস্ট শতরানের মালিক হয়েছিলেন

শত শতরানের মালিক তিনি। সেই সচিন তেন্ডুলকরের অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল আজকের দিনে ১৯৯২ সালে। সিডনির মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। অস্ট্রেলিয়ার মাঠে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে মাত্র ১৮ বছর ২৫৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন সচিন। সচিন বলেন, “আমাকে আউট করার জন্য সব রকম চেষ্টা করছিল ওরা। ওই সফর শুধু আমার টেকনিকে উন্নতি আনেনি, আমার মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছিল।” অস্ট্রেলিয়াতে প্রথমবার সফর করছিলেন সচিন। সেই সিরিজে ০-৪ হেরে যায় ভারত। সচিনের সেঞ্চুরি ভারতকে জয় এনে দিতে পারেনি। তবে সচিন মনে করেন সেই সিরিজ ওঁকে পাল্টে দিয়েছিল। ২১৫ বলে ১৪৮ রান করেন সচিন। বুঝিয়ে দিয়েছিলেন ভবিষ্যতে তাঁর ব্যাট শাসন করবে গোটা বিশ্ব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন