শিক্ষার্থী ১১০০, শিক্ষক ৭!
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একমাত্র সরকারি স্কুল নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। স্কুলটিতে প্রায় ১১০০ শিক্ষার্থীর বিপরীতে রয়েছে মাত্র সাতজন শিক্ষক। ২০১৮ সালের ২৭ অক্টোবর জাতীয়করণ হওয়ার পর থেকে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটিতে। যার ফলে শিক্ষক সংকট নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
জানা গেছে, প্রতিষ্ঠানটিতে ২৫জন শিক্ষকের স্থলে আছেন এমপিওভূক্ত মাত্র সাতজন শিক্ষক। আর সাত কর্মচারীর স্থলে রয়েছে তিনজন। সরকারি উচ্চ বিদ্যালয়ে শরীরচর্চা শিক্ষককে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলছে। শিক্ষক সংকট থাকায় ১১জন খণ্ডকালীন শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষার্থী
- নিয়োগ
- বন্ধ
- শিক্ষক
- সরকারি স্কুল