![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fe7b98473-09cb-4f1a-a254-987e8e27c6a0%252Fabnormal_death.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
স্ত্রী ও সন্তানকে হত্যার পর নৈশকোচে ঢাকায়
রাজশাহীতে স্ত্রী ও পাঁচ মাসের শিশুকন্যাকে শ্বাস রোধ করে হত্যার পর নৈশকোচে চেপে রাজধানী ঢাকায় আসছিলেন মো. ফিরোজ নামের এক ব্যক্তি। আজ মঙ্গলবার ভোরে ঢাকার গাবতলীর উৎসব সিনেমা হল এলাকায় পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
গতকাল সোমবার গভীর রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা করেন ফিরোজ। পেশায় তিনি একজন ভ্যানচালক। নিহত স্ত্রীর নাম পলি খাতুন (২০) ও পাঁচ মাস বয়সী কন্যাশিশুটির নাম ফারিয়া।