![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/01/04/south-korean-flagged-tanker-040121-02.jpg/ALTERNATES/w640/%C2%A0south-korean-flagged-tanker-040121-02.jpg)
দক্ষিণ কোরিয়ার ট্যাংকার আটক করেছে ইরান
রাসায়নিক ছড়িয়ে পারস্য উপসাগর দূষিত করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার একটি ট্যাংকার আটক করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডের নৌ-বাহিনী।
ইরানের গণমাধ্যমগুলো সোমবার একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ইরানের তহবিল জব্দ থাকা নিয়ে তেহরান ও সিউলের চলমান উত্তেজনার মধ্যে ট্যাংকার আটকের এ খবর এল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আটক
- মার্কিন নিষেধাজ্ঞা
- ট্যাংকার