![](https://media.priyo.com/img/500x/https://www.anandabazar.com/polopoly_fs/1.1254581!/image/image.jpeg)
টেলি জগতের সাফল্যের পর আলিয়ার বিপরীতে অভিনয় করবেন পার্থ সামথান?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২১, ২১:০০
‘স্টার প্লাস’-এর জনপ্রিয় মেগা ‘কসৌটি জিন্দেগি কে’ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই খবর রটেছিল অভিনেতা পার্থ সামথান বড় পর্দায় পা রাখতে চলেছেন। শোনা যাচ্ছিল, আলিয়া ভট্টের বিপরীতে দেখা যাবে তাঁকে। সেই নিয়ে উত্তেজিত ছিলেন পার্থ-অনুরাগীরা। এ বারে সেই খবরে আরএকটু রসদ জোগাল মুম্বইয়ের এক সংবাদসংস্থা।