![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fe722f5cc-b8a1-417b-aa4d-7d2450bedf5b%252F20201.jpg%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
করের স্বর্গ যে ১০ দেশ
প্রথম আলো
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২১, ১৭:০০
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো উচ্চ আয়ের দেশগুলোই এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া কর ফাঁকির অর্থ রাখার আশ্রয়স্থল হয়ে উঠছে। এতে ট্যাক্স হ্যাভেন বা করের স্বর্গ হিসেবে পরিচিত ছোট দেশগুলো খানিক পিছিয়ে পড়ছে। তবে করের স্বর্গ বা কালোটাকা রাখার ‘গ্র্যান্ডফাদার’ বা ‘দাদা’ খ্যাত সুইজারল্যান্ডের বাজারও কমছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কর প্রদান
- ধনী দেশ