মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জে বিভিন্ন জাতের ঔষধি ও ফলজসহ ১০০ গাছের চারা রোপণ করেছে র্যাব-৯। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের হালুয়ারগাঁও মেইন রোড থেকে জেলা কারাগার প্রাঙ্গন পর্যন্ত রাস্তার পাশে গাছের চারা রোপণ করেন র্যাব-৯ সুনামগঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো. ফয়সল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন- র্যাব-৯ সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল্লাহ, জেলা কারাগারের জেল সুপার মো. নুরশেদ, উপ-সহকারী পুলিশ সুপার (ডিএডি) মো. জাহিদুল ইসলাম, সার্জেন্ট মো. সেলিম, উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন ও মো. নুর আহমদ প্রমুখ।