![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F3c23c2eb-b65b-4e91-a49a-573b82bbd78f%252F4.jpg%3Frect%3D0%252C16%252C499%252C262%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পর্বতারোহী রেশমাকে যেভাবে গাড়িচাপা দিয়ে পালান ব্যাংক কর্মকর্তা
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২১, ২১:২৪
গত বছরের ৭ আগস্ট সকালে সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনের সড়কে পর্বতারোহী রেশমা আক্তার রত্নাকে গাড়িচাপা দিয়ে চলে যান ব্যাংক কর্মকর্তা এস এম দারুস সালাম। কীভাবে সেদিন তিনি রেশমাকে চাপা দিয়ে পালিয়ে যান, সেই বর্ণনা তুলে ধরে আদালতে জবানবন্দি দিয়েছেন।