![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2014/03/09/hc.jpg3/ALTERNATES/w640/HC.jpg)
ইংরেজি মাধ্যমের স্কুলে ‘সেশন ফি’ নিয়ে হাই কোর্টের রায় স্থগিত
ইংরেজি মাধ্যমের স্কুলে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি বা সেশন ফির নামে অর্থ আদায় নিষিদ্ধ করে প্রায় চার বছর আগে হাই কোর্ট যে রায় দিয়েছিল, তা স্থগিত করে দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে প্রত্যেক জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় এবং দেশীয় কৃষ্টি-সংস্কৃতির আবহে পালন করা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ প্রখ্যাত বাঙালি কবি-সাহিত্যিকদের রচনাবলীর সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পরিচয় ঘটাতে যে নির্দেশনা ছিল, সেটি বহাল রাখা হয়েছে।