ফেনীতে দেয়ালচাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ২ জন। রোববার (৩ জানুয়ারি) সকালে পৌর শহরের নাজির রোড এলাকার উকিল বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত হাবিবুর চাপাঁইনবাব গন্জ জেলার শিবগঞ্জ থানার মহিবুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ভবনের ফ্লোর ব্যাজ ঢালাই এর জন্য মাটিতে খাদ করছিলেন কয়েক শ্রমিক।এসময় সময় হঠাৎ পাশের সীমানা প্রাচীর ধসে তাদের উপড় আছড়ে পড়ে। ঘটনাস্থলে হাবিবুর রহমান নামে এক শ্রমিক মৃত্যুবরন করেন। আহত হন আরিফ হোসেনসহ অজ্ঞাত অপর আরেক শ্রমিক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.