কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেমন হবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’, জানা যাবে এপ্রিলে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২১, ১০:১৮

কেমন হবে বাংলাদেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট, কী কী কাজে ব্যবহার করা যাবে সেটি- সব প্রশ্নের উত্তর মিলবে আগামী এপ্রিলের মধ্যে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) বলছে, কী ধরনের হবে ‘বঙ্গবন্ধু-২’ স্যাটেলাইট, তা এপ্রিলের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। এজন্য নিয়োগ করা হয়েছে পরামর্শক প্রতিষ্ঠান, যারা চলতি মাসেই কাজ শুরু করবে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদনের ভিত্তিতে কী ধরনের স্যাটেলাইট কেনা হবে তা খুব দ্রুত চূড়ান্ত করা হবে।

“২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে দ্রুততার সাথে কাজ করা হচ্ছে,” বলেন মন্ত্রী।

বিসিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, দেশের দ্বিতীয় এ স্যাটেলাইট উৎক্ষেপণে ফ্রান্সের পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস-ওয়াটার হাউজ কুপারসের সঙ্গে চুক্তি হয়েছে।

“পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সম্প্রতি প্রায় দুই লাখ মার্কিন ডলার মূল্যে এ চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানটি জানুয়ারিতেই কাজ শুরু করবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও