![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F2a1a2653-e1a8-456b-8b45-05defb40ac83%252Fcoronavirus_3.png%3Frect%3D0%252C113%252C1000%252C525%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
করোনার নতুন ধরনে ভয় নেই: চীনা কর্মকর্তা
প্রথম আলো
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২১, ১৬:২৩
টিকার কার্যকারিতায় করোনাভাইরাসের নতুন ধরন কোনো প্রভাব ফেলবে বলে প্রমাণ পাওয়া যায়নি। তাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কর্মকর্তা জু ওয়েনবো দেশটির রাষ্ট্রীয় টিভিকে এ কথা বলেছেন।