গুজবে কান দেবেন না, কোভিড টিকা নিয়ে দেশবাসীকে আশ্বাস হর্ষবর্ধনের

আনন্দবাজার (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২১, ১২:৪৭

কোনও খামতি নেই গবেষণায়। খতিয়ে দেখা হয়েছে সব কিছুই। নিরাপত্তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই কোনওরকম গুজব কানে না তোলাই শ্রেয়। নোভেল করোনাভাইরাসের টিকাকরণ শুরুর মুখে সমস্ত দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তাঁর দাবি, ‘‘সবকিছু বিশদে খতিয়ে দেখা হয়েছে। প্রতিষেধক আদৌ নিরাপদ কি না, তা নিয়ে কোনওরকম ভুল ধারণা তৈরি হওয়া উচিত নয়।’’

শুক্রবারই জরুরি ভিত্তিতে ব্রিটিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি কোভিড প্রতিষেধক ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ভারতীয় নিয়ন্ত্রক সংস্থার তৈরি বিশেষ প্যানেল। মানবদেহে প্রতিষেধক প্রয়োগের আগে শনিবার দেশ জুড়ে টিকাকরণের মহড়া শুরু হয়েছে, যাতে প্রতিষেধক প্রয়োগের পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে, তা বোঝা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও