![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F5f308479-bdb9-46bc-90b5-c665328f8622%252FEopZuerWMA80IsN.jpg%3Frect%3D0%252C84%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ওজিল ভালো মানুষ নন
সময়টা মোটেও ভালো কাটছে না মেসুত ওজিলের। কয়েক বছর ধরে নানা রকমের বিতর্কে জড়িয়ে পড়েছেন জার্মানির সাবেক ফুটবলার। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে একটা ছবি তোলার কারণে সমালোচনা শুনতে হয়েছে তাঁকে।
একপর্যায়ে জাতীয় দল থেকে অবসরই নিলেন রাগে-ক্ষোভে। ক্লাব ফুটবলে আর্সেনালের দলেও ইদানীং ব্রাত্য হয়ে পড়েছেন ওজিল। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে গানারদের ২৫ সদস্যের তালিকা থেকে তাঁকে ছেটে ফেলেছেন কোচ মিকেল আরতেতা।