![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F01%252F04%252F665d24825c98aab350fcb1cd0eca5924-5e100d019a64c.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D60%26w%3D800)
সোলাইমানির খুনিরা বিশ্বের কোথাও নিরাপদে থাকতে পারবে না
কাশেম সোলাইমানির খুনিরা পৃথিবীর কোথাও নিরাপদে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসি। দেশটির সামরিক কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে ইব্রাহিম রাইসি বলেন, হত্যার নির্দেশদাতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিচারের আওতার বাইরে থাকবেন না।
ইরাকের বাগদাদ বিমানবন্দরে গত বছরের ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা উত্তেজনা আরও বেড়ে যায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিরাপদ
- খুনি
- কাসেম সোলেমানি