চীনা বিনিয়োগ আইন আরো শক্ত করল তাইওয়ান
যুক্তরাষ্ট্র ও জাপানের পদক্ষেপ অনুসরণ করে তাইওয়ানের অর্থমন্ত্রণালয় জাতীয় সুরক্ষা নিশ্চিতে চীনা বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ জোরদার করেছে। গত বুধবার থেকে কার্যকর হওয়া নতুন বিধানের ভিত্তিতে, চীনা সামরিক মালিকানাধীন সংস্থা এবং চীনা কমিউনিস্ট পার্টির মালিকানাধীন সংস্থাগুলোর বিনিয়োগ তাইওয়ানে নিষিদ্ধ করা হয়েছে।
তাইওয়ানের বিনিয়োগ কমিশনের মুখপাত্র সু চি-ইয়েন বলেছেন, চীন মূল প্রযুক্তি ও তথ্য হাতিয়ে নিতে পারে, এমন উদ্বেগের কারণে বিশ্বব্যাপী চীনের বিনিয়োগ আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রবণতা তৈরি হয়েছে। ব্যবসায়িক সম্পদ রক্ষা ও জাতীয় সুরক্ষার বিষয়ে কেবল তাইওয়ানই নয় মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান এবং অস্ট্রেলিয়াও চীনা বিনিয়োগকে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিযোগ
- তাইওয়ান
- আইন পাশ