কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফ্রান্সের নাগরিকত্ব নিতে চান বরিস জনসনের বাবা

কালের কণ্ঠ যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ১৭:৪২

যেদিন যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে সেদিনই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পিতা জানিয়েছেন তিনি ফরাসি পাসপোর্টের জন্য আবেদনের কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন তিনি। বরিস জনসনের পিতা স্ট্যানলি জনসন ইউরোপীয় সংসদের একজন প্রাক্তন সদস্য। তিনি ব্রিটেনের ২০১৬ সালের গণভোটে ইইউ ব্লকে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন।

ফ্রান্সে দেশটির আরটিএল রেডিওর সঙ্গে আলোচনাকালে স্টানলি জনসন বলেন, এটি ফরাসি হওয়ার প্রশ্ন নয়। আমি যদি সঠিকভাবে বুঝতে পারি তবে আমি ফরাসি! আমার মা ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন, তার মা তার পিতামহের মতো ফরাসি ছিলেন। ৮০ বছর বয়স্ক স্টানলি বলেন, এটি আমার জন্য প্রাপ্তির প্রশ্ন, যা ইতোমধ্যেই আমার রয়েছে এবং আমি এ ব্যাপারে অত্যন্ত খুশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও