২০২০-তে অবসাদ ও একাকীত্বে পুরুষদের তুলনায় বেশি ভুগেছেন মহিলারা!

এইসময় (ভারত) প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ১১:৪৮

ভালো নেই মন। না ভালো লাগা, ২০২০-তে অপ্রাপ্তিতে গিলে খেয়েছে প্রতি নিয়ত। প্রাথমিক স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও আইসোলেশনের জাঁতাকলে পড়ে একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন কেটেছে। বহুদিন কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি মানুষজন একঘেঁয়েমি ও মানসিক অবসাদে ভুগেছে সকলেই। তবে, সমীক্ষায় দেখা গেল এই সমস্যায় ভুগছেন বেশি মহিলারা। একটি গবেষণায় জানা গিয়েছে, যে করোনা ভাইরাসের কামড়ে খারাপ সময়ে পুরুষদের চেয়ে মহিলাদের মানসিক স্বাস্থ্য খারাপ অবস্থায়। তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ের মনের অবস্থা ভালো নেই। একাকীত্বে ভুগছে তাঁরা।

সম্প্রতি কানাডার গবেষকরা একটি নতুন তথ্য তুলে ধরেছেন। তাঁদের গবেষণা ও সমীক্ষা বলছে, এই লকডাউন পরিস্থিতি বা সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকার বিষয়টি মহিলা ও পুরুষের উপর ভিন্নভাবে প্রভাব ফেলেছে। এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই মানসিক উদ্বিগ্নতা, অস্থিরতা,অবসাদ সহ একাধিক সমস্যায় পুরুষদের থেকে বেশি ভুগেছেন মহিলারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও