মন্দা কাটেনি ফুলের বাজারে
দোকানে সাজিয়ে রাখা ফুলে পানি স্প্রে করে সেগুলোকে তাজা রাখছেন বনানীর দোলনচাঁপা ফুলবিতানের বিক্রয়কর্মী মো. পলাশ। লক্ষ্য একটাই, তাজা ফুল ক্রেতাদের হাতে তুলে দেওয়া। পাশাপাশি নিজের বিক্রি বাড়ানো। কর্মী হিসেবে তাঁর দেখা সবচেয়ে কম বিক্রির বছর ২০২০। শেষ দিনেও নেই বেচা-বিক্রি। তবে তাঁর দোকানে রয়েছে নানা জাতের ফুল।
কালের কণ্ঠকে তিনি বলেন, ‘এমন খারাপ ব্যবসা কখনো হয় নাই। করোনা সব নষ্ট করছে। আগের বছর এই সময় ভালোই বিক্রি করেছি, তবে এ বছর কিছুই নাই। যে দুই-চারটা অর্ডার আছে তা-ও খুচরা।’