২০২১ :শিল্পচর্চিত আয়ের নতুন বিপ্লবের বছর হবে

ইত্তেফাক প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ০৭:২৮

ব্যাপক রদবদলের বছর ২০২০। সেই বদলের প্রতিচ্ছবি দেখা যাবে নতুন বছরে। মহামন্দা বা শিল্পীদের বেকার হওয়ার আলোচনাই শুধু নয়, সবচেয়ে বড় বিষয় নাটক, সিনেমা ও গানে বিকল্প প্লাটফর্মকে কেন্দ্র করে নতুনভাবে জীবিকানির্বাহের পরিকল্পনা করছেন সকলেই। ২০২১-এ হয়তো সেদিকেই সবার মনোযোগ থাকবে। তা নিয়েই কিছু সম্ভাবনার আলোচনা থাকছে ২০২১-এর প্রথম প্রতিবেদনে—

সিনেমার ওটিটি ও অনলাইন ফেস্টিভ্যাল

চলচ্চিত্রে নতুনভাবে বাঁচার পরিকল্পনায় সারাবছর কোনো আলোচনা হয়নি। বরং উল্টো সাংগঠনিক কোন্দল দেখা গিয়েছিল গতবছর। এতে যে ক্ষতিটা হয়েছে তা হলো—সিনেমা শিল্পের আয়ের পথ বন্ধ হয়ে গেছে ক্রমশ। ফলে বিশ্বের বিভিন্ন দেশ ছোটখাটো বাজেটের ছবিগুলো এখন অনলাইনে রিলিজ দিয়ে আয়ের বিকল্প পথ খুঁজছে। কারণ ২০২১ সাল শুধু সিনেমা হল নির্ভর আর থাকবে না চলচ্চিত্র। যা আগেও ছিল না তেমনটা। তবে গতবছর করোনা আক্রান্তের এই পুরো সময়টায় চলচ্চিত্রকে ভাবতে শিখিয়েছে। যদিও এখন অবধি পূর্ণাঙ্গ ভিডিও প্লাটফর্ম বাংলাদেশে চালু হয়নি। তবে এ বছরেই বেশ ক’টি নতুন প্লাটফর্ম থেকে নিয়মিত চলচ্চিত্র, ডকুফিল্ম ও ওয়েব সিরিজ প্রকাশ পাবে বলে জানা যায়। সেক্ষেত্রে মেধার প্রতিযোগিতার পাশাপাশি জনপ্রিয় তারকাদের নতুন সম্ভাবনার বছর হবে এটি। একইসঙ্গে ওটিটি বা ডিজিটাল প্লাটফর্মগুলো যেহেতু থাকবে তরুণদের নিয়ন্ত্রণে, তাই শিল্পচর্চাতেও ব্যাপক বিপ্লব ঘটবে। ক্রেতা-দর্শকদের প্যাটার্ন বদলাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও