![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/12/31/sunset-rashmonighat-chittagong-311220-06.jpg/ALTERNATES/w640/sunset-rashmonighat-chittagong-311220-06.jpg)
বিষবৎ বিশ পেরিয়ে একুশে পা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ০০:০২
বিদায় নিল ২০২০ সাল; অস্বাভাবিক একটি বছর; বিশ্ববাসীর কাছে যা ছিল বিষবৎ, ব্যতিক্রম ছিল না বাংলাদেশেও। শতাব্দি পর এক মহামারী গোটা বিশ্বকেই করে তুলেছিল তটস্থ।
মহামারী ক্যালেন্ডার ধরে আসে না, তবুও ২০২০ সাল দ্রুতই ফুরোক এমনটিই চাওয়া হয়ে উঠেছিল।
২০২০ সালটি ‘খুব খারাপ’ গেছে বলে মনে করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ভাষায়- “পৃথিবীর সব মানুষ পারলে অনেক আগেই এটাকে ঠেলে বিদায় করে দিত!”
- ট্যাগ:
- বাংলাদেশ
- নতুন বছর
- হ্যাপি নিউ ইয়ার