চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন নুরুল আজিম রনি
চট্টগ্রামের এক কলেজ শিক্ষকের করা চাঁদাবাজির মামলা থেকে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ সাত ছাত্রলীগ নেতা অব্যাহতি পেয়েছেন। চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহান বৃহস্পতিবার ওই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতি দেন।
রনির আইনজীবী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৮ সালে বেসরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান রনিসহ সাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন।
“তদন্ত কর্মকর্তা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় আদালত তা গ্রহণ করে সাত ছাত্রলীগ নেতাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।”
রনি ছাড়া মামলার অপর আসামিরা হলেন- মুজবির রহমান রাসেল, তানভীরে মেহেদী মাসুদ, নেওয়াজ শরীফ অমি, আরিফুর রহমান মাসুদ, আব্দুর রায়হান কিরণ ও নুরুল হুদা মিঠু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.