![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-80030411,imgsize-215955/pic.jpg)
রাতদিন চর্চায় রাজনীতিকরা, এ বছর কারা জ্বলে উঠলেন? নিভলেনই বা কারা?
হতে পারে করোনা-ময় বছর, কিন্তু তাতেও ভারতের রাজনীতি কম ঘটনাবহুল ছিল না। বছরের শুরুতে সিএএ হোক বা বর্তমানে চর্চিত বিষয় কৃষি আইন, বিহার বিধানসভা নির্বাচন থেকে বাংলায় আগামী বছরের বিধানসভা ভোটের দামামা বেজে যাওয়া, রাজনীতি আবর্তিত হয়েছে নানা বিষয়ে। ২০২০ সালের শুরু থেকে শেষ পর্যন্ত একধিক ইস্যুতে বারংবার উত্তাল হয়েছে ভারতের রাজ্য-রাজনীতি। আর সেই সূত্রেই কোনও রাজনীতিক পেয়েছেন দারুণ জনপ্রিয়তা, কেউ বা হয়েছেন তীব্র আক্রমণের শিকার। ২০২০-তে দেখে নেওয়া যাক, সেই রাজনীতিকদের...