কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারত থেকে কেনা চালেরকেজি ৩৪ টাকা

প্রথম আলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ২১:০৬

ভারতের বীরভূম থেকে আরও ৫০ হাজার টন নন–বাসমতী অর্থাৎ সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের এ কথা জানান।

এ নিয়ে চলতি মাসে ৫০ হাজার করে মোট দেড় লাখ টন চাল আমদানির তিনটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয় ক্রয় কমিটিতে। গড়ে দাম পড়ছে প্রতি কেজি ৩৪ টাকা। ২ ডিসেম্বর ৫০ হাজার টন নন–বাসমতী চাল ভারতের বীরভূম থেকে এবং ৯ ডিসেম্বর ভারতের মুম্বাই থেকে আরও ৫০ হাজার টন একই ধরনের চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেয় ক্রয় কমিটি। তবে গতকালের প্রস্তাবটি নিয়মিত আলোচ্যসূচিতে ছিল না। এটি টেবিলে উপস্থাপিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও