বালিয়াডাঙ্গী সীমান্তে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকা থেকে গরু ব্যবসায়ী দুখু মিঞাকে (২৫) ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার সকালে উপজেলার রত্নাই সীমান্ত সংলগ্ন স্থানে গরু কিনতে গেলে ভারতীয় উত্তর দিনাজপুরের সোনামতি ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই কাশিবাড়ি গ্রামের আজিজুল হকের ছেলে দুখু মিঞাসহ কয়েকজন গরু ব্যবসায়ী বুধবার ভোররাতে রত্নাই সীমান্তের ৩৮৪ মেইন পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যান্তরে গরু কিনতে যান। ওই সময় বিএসএফ সদস্যদের নজরে পড়লে তাকে ধাওয়া দিয়ে আটক করে। শারীরিক নির্যাতন চালিয়ে তাকে ওপারের ক্যাম্পে নিয়ে যান। সকাল হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে রত্নাই বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে আটককৃত ব্যবসায়ীকে ফেরত চেয়ে বিএসএফকে পাঠায়। বিকালে রত্নাই সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।