![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F12%2F30%2Fparsa_evana_cover.jpg%3Fitok%3DS1MDLcRT)
সাড়ে ছয় বছর রিলেশনে ছিলাম, এখন সিঙ্গেল : পারসা ইভানা
এনটিভি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ১৮:৫৫
ঢাকায় ততক্ষণে রাঙা সূর্যটা বেশ হেলে পড়েছে। পৌষের এমন শীতসন্ধ্যায় চলভাষে একবারেই পাওয়া গেল ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানাকে। আলাপচারিতার শুরুতেই জানতে চাওয়া, কোথায় আছেন? ও প্রান্ত থেকে উত্তর, ‘বাসায়।’
বাসায়! শুটিংয়ের ব্যস্ততা নেই? ইভানা বললেন, ‘এ মাসে ছয়টা একক নাটক করলাম আর একটা সিরিয়াল করছি।’ তাহলে তো সময় বেশ ভালোই যাচ্ছে। তা ২০২০ সাল কেমন গেল আর ২০২১ সালের পরিকল্পনায় কী কী আছে?
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেত্রী
- ছোট পর্দা
- 'রিলেশন'
- পারসা ইভানা