ভিলেন অতিমারীতে বেসামাল বলিউড

এইসময় (ভারত) বলিউড, মুম্বাই প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ১৩:০২

এই গ্রহের সব চেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর অন্যতম বলিউড। অথচ, বিশের চিত্রনাট্যে অতিমারীর ভিলেনিতে বলিউড বেসামাল। ঠিক কোথায় কতটা ধাক্কা খেল টিনসেল টাউন?

১। এখন বলিউডে প্রায় ২০০টি হিন্দি ছবি তৈরি হয় প্রতিবছর। এবং যার দৌলতে বলিউডের রোজগারের পরিমাণ প্রায় ৩০০০ কোটি টাকা। বলিউড বিশেষজ্ঞ আমুল মোহনের মতে, এটা একটা দু মুখো সঙ্কট। একদিকে নতুন কনটেন্ট তৈরি করা যাচ্ছে না। অন্যদিকে বদ্ধ হলে দর্শক সিনেমা দেখতে ভয় পাচ্ছেন। কনটেন্ট চলে যাচ্ছে ওটিটিতে। মার্চ মাসের পর কিছু কিছু হল খুললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও