প্রতিমন্ত্রীর ‘সারপ্রাইজ ফোনকল’, ল্যাপটপ জিতেছে রিমন
কল রিসিভ করেছিলেন হাসান আলী। তিনি শিক্ষার্থী রিয়াজ ইসলাম রিমনের বাবা। মোবাইলের অপর প্রান্ত থেকে ভেসে আসছে ‘আমি আইসিটি প্রতিমন্ত্রী পলক বলছি। রিমন আপনার কে হয়? রিমনের সঙ্গে কথা বলতে চাই। সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে।’ এরপর রিমনের সঙ্গে কথা বলে তাকে ল্যাপটপ পুরস্কারের কথা জানান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় ‘গ্র্যান্ড প্রাইজ’ ল্যাপটপ বিজয়ী রিমন (১১) দিনাজপুরের খানসামা উপজেলার ইনোভেটিভ কিন্ডারগার্টেন স্কুল থেকে এবার পঞ্চম শ্রেণি পাস করেছে। এখন সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুলে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। বাবা হাসান আলী উপজেলার আকবর আলী শাহ উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক পদে কর্মরত। এক সপ্তাহ আগে বাবার ব্যবহৃত স্মার্টফোন থেকে কুইজ প্রতিযোগিতার নিয়ম মেনে রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশ নেয় রিমন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আইসিটি প্রতিমন্ত্রী ‘সারপ্রাইজ কলে’ রিমনকে ফোন করে তার পুরস্কারের কথা ঘোষণা করেন।