অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে পাহাড়ি এলাকার টিলা কেটে লাল মাটি বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা গেছে,
উপজেলার প্রভাবশালী কয়েকজন মাটি ব্যবসায়ী উপজেলার আজগানা, বাঁশতৈল, তরফপুর ও লতিফপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড়ি এলাকার টিলার লাল মাটি ভেকু মেশিন দিয়ে কেটে রাতের অন্ধকারে ড্রামট্রাক ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পরিবেশ ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছিল।