সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পেল 'অসমাপ্ত আত্মজীবনী'

সমকাল কোটালীপাড়া প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ২২:০৫

মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের 'আমার বঙ্গবন্ধু' শীর্ষক কার্যক্রমের আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' বইটি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা শিক্ষার্থীদের হাতে 'অসমাপ্ত আত্মজীবনী' তুলে দেন। এ সময় ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনলাইনে ওই অনুষ্ঠানে যুক্ত হয়ে বইটি গ্রহণ করে।

ইউএনও এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইলিয়াসুর রহমান, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও