শতাব্দীর সেরা ফুটবলার রোনাল্ডো, সেরা ক্লাব রেয়াল মাদ্রিদ
কোচ ও সাবেক খেলোয়াড়দের নিয়ে গড়া ২৫ জনের বিচারক পরিষদ এবং ভক্তদের ভোটে রোনালদোর একুশ শতকের সেরা হওয়ার খবর জানাতে গিয়ে গ্লোব সকার টুইটারে লিখেছে, ‘‘২০০১ থেকে ২০২০ গ্লোব সকার পুরস্কারে শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷’’
২০০১ থেকে ২০২০ সালের পারফর্ম্যান্স অনুযায়ী সেরা ফুটবলার হওয়ার দৌড়ে আরো ছিলেন মেসি, রোনালদিনিয়ো এবং মোহাম্মদ সালাহ৷ কিন্তু পর্তুগিজ লিগ জিতে সাফল্যের পথে হাঁটতে শুরু করা রোনালদো একে একে যোগ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ এবং ইটালিয়ান লিগ শিরোপা৷ নিজের দেশ পর্তুগালকে একবার ইউরোপের চ্যাম্পিয়ন করা ৩৫ বছর বয়সি তারকা ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন পাঁচবার৷ সব মিলিয়ে পর্তুগিজ তারকার এত সাফল্য যে, তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে একমাত্র বিশ্বকাপ জয়ী সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিও, ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি বা লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ তার সঙ্গে পেরে ওঠেননি৷ রোববার দুবাইয়ে আরমানি হোটেলে ট্রফি হাতে তুলে নেয়ার পর জুভেন্টাস তারকা বলেন,‘‘এ অসাধারণ এক অর্জন৷ এটা আমাকে আরো সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে৷’’ এ সময় জীবনের খুব উল্লেখযোগ্য এ স্বীকৃতির পেছনে অতীত এবং বর্তমানের সব ক্লাব, সতীর্থ এবং কোচদের অবদানের কথাও স্মরণ করেন পাঁচবারের ব্যালন ডি'অর পুরস্কার জয়ী, ‘‘এত বছর শীর্ষে থাকা মোটেই সহজ ব্যাপার নয়৷ আমি সত্যিই গর্বিত৷ কিন্তু দল, অসাধারণ কোচ ও ক্লাব ছাড়া এসবের কিছুই আমি জিততে পারতাম না৷’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.