![](https://media.priyo.com/img/500x/https://www.anandabazar.com/polopoly_fs/1.1251072!/image/image.jpg)
জীবনের শেষ অনশন করব কৃষকদের জন্য, ঘোষণা অণ্ণার
কৃষকদের দাবি মানা না হলে ফের অনশনে বসতে পারেন অণ্ণা হাজারে। একই সঙ্গে ঘোষণা করেছেন, এটাই হবে তাঁর জীবনের শেষ অনশন।
গাঁধীবাদী অনশন আন্দোলনের জন্যই তাঁকে চেনেন দেশবাসী। দীর্ঘ আন্দোলন, অনশনের পর কার্যত তাঁর চাপে পড়েই লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে। সেই অণ্ণা হজারে এ বার দিল্লিতে কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়ালেন। কৃষকদের আন্দোলনের সুষ্ঠু সমাধান না হলে আগামী বছরে জানুয়ারির শেষেই তিনি ফের অনশনে বসবেন বলে জানিয়েছেন ৮৩ বছরের সমাজকর্মী অণ্ণা।
রালেগাঁও সিদ্ধিতে নিজের গ্রামে অণ্ণা সাংবাদিকদের বলেছেন, ‘‘সরকার শুধু ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে, যার উপর আমার কোনও আস্থা নেই। দেখা যাক, কেন্দ্র আমার দাবিদাওয়া নিয়ে কী ব্যবস্থা নেয়। এক মাসের সময় চেয়েছে সরকার। তাই জানুয়ারির শেষ পর্যন্ত সময় দিয়েছি। দাবি না মিটলে ফের অনশন আন্দোলন চালু করব।’’