কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সারা বছর বঞ্চিত আমানতকারীরা

নয়া দিগন্ত বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৭:১৫

করোনার বছরে ব্যাংকে আমানত রেখে বঞ্চিত হয়েছেন দেশের আমানতারীরা। কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনা এবং পুনঃতহবিলের বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকিং খাতে টাকা সরবরাহ করায় আমানত চাহিদা কমে যায়। ঋণের সুদ এক অঙ্কের ঘরে নামিয়ে আনার সিদ্ধান্তে ব্যাংকগুলো একসাথে আমানতের সুদহার ৬ শতাংশে নামিয়ে আনে। এতে ব্যাংকের গড় সুদহার বছরের শুরু থেকেই কমে যায়। একপর্যায়ে গড় মূল্যস্ফীতিরও নিচে নেমে যায় আমানতের মুনাফার হার, যা বছরের শেষ পর্যন্তও বহাল। বলা যায়, এতে সারা বছরই বঞ্চিত হয়েছেন আমানতকারীরা।

কিন্তু যাদের জন্য আমানতকারীদের বঞ্চিত করা হয়েছে তারাও সুফল নেননি। করোনার কারণে ব্যাংকের বিনিয়োগ চাহিদা কমে গেছে। সারা বছরই বেসরকারি খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি মন্থর গতিতে চলে। এতে ব্যাংকিং খাতে এখন রেকর্ড উদ্বৃত্ত তহবিল সৃষ্টি হয়েছে। সবশেষ হিসাবে এ উদ্বৃত্ত তহবিলের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও