![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/12/28/du-plessis-281220-01.jpg/ALTERNATES/w640/du-plessis-281220-01.jpg)
দু প্লেসি ১৯৯, দক্ষিণ আফ্রিকা ৬২১
আগের দিন অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পোড়া ডিন এলগারের সঙ্গে একটি জায়গায় মিলে গেলেন ফাফ দু প্লেসি। ডানহাতি এই ব্যাটসম্যান আউট হলেন ১৯৯ রানে।
দু প্লেসির আক্ষেপের দিনে সেঞ্চুরিয়ন টেস্টে রেকর্ড গড়া সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ছয়শ ছাড়িয়ে স্বাগতিকরা থেমেছে ৬২১ রানে। ২০১২ সালে কেপ টাউনে ৪ উইকেটে ৫৮০ রান ছিল লঙ্কানদের বিপক্ষে তাদের আগের সর্বোচ্চ।