মেয়রের উদ্যোগে স্কুল ড্রেস পেল দরিদ্র ও মেধাবী ৪৪৫ শিক্ষার্থী
প্রতি বছরের মতো এবারও মুন্সীগঞ্জ সদরের রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিলেন মিরকাদিম পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শাহীন। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৪৪৫ শিক্ষার্থীকে এসব পোশাক বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র শহীদুল ইসলাম শাহীন। সম্মানিত অতিথি ছিলেন মিরকাদিম পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বাতেন সেন্টু, পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, হারুন অর রশিদ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাজেদুল ইসলাম বাদল ও মাসুদ ফকরী খোকন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.