![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2020%2F12%2F28%2Findian_hc.jpg%3Fitok%3D_4Qck69M%26timestamp%3D1609141546)
বাংলাদেশ-ভারত অংশীদারত্ব : পানিবণ্টন নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে চায় দিল্লি
এনটিভি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ১৩:৫৯
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত ২০২১ সালে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপনের বছরে ছয়টি অভিন্ন নদীর পানি ভাগাভাগির বিষয়ে ‘খুব দ্রুত’ পদক্ষেপ নিয়ে দেখাতে চায় যে দুই দেশের মধ্যে অংশীদারত্ব এবং ভাগ করে নেওয়ার চেতনা খুব দৃঢ় রয়েছে।
এক সাক্ষাৎকারে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে (ছয়টি অভিন্ন নদী) পানিবণ্টনে কোনো বাধা দেখছি না। আমি মনে করি, আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারি। এখানে মূল বিষয় হলো হালনাগাদ তথ্য নিয়ে আসা।’