কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘এটি একটি সমস্যা বটে’

ডেইলি স্টার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ২২:৫৬

করোনাভাইরাস মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে ২৮৪ দিন ধরে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সম্প্রতি হল না খুললেও পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবাদে আন্দোলনে নেমেছেন উদ্বিগ্ন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছেন, এখনও সবার সমন্বিতভাবে ভাবতে হবে।

পরীক্ষার সূচি প্রকাশ

গত ২৩ ডিসেম্বর স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা নিতে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে ঢাবির কলা অনুষদ। এ ছাড়া, স্নাতক অন্যান্য বর্ষের এসাইনমেন্ট ও ভাইভা নেওয়ারও সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সেদিন বিভাগ চেয়ারম্যানদের এক সভায় পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়।

অনুষদ থেকে ইতোমধ্যে সব বিভাগকে চিঠি দেওয়া হয়েছে এবং পরীক্ষার তারিখ চূড়ান্ত করার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক অফিস বরাবর আবেদন করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে স্নাতক সপ্তম সেমিস্টার ও স্নাতকোত্তরের পরীক্ষা সম্পন্ন করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও