দুপুরে উচ্ছেদ বিকালে দখল, পুলিশ বক্সের বিষয়ে সিদ্ধান্ত পরে!

বাংলা ট্রিবিউন মানিক মিয়া এভিনিউ প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ২০:০৬

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং উচ্ছেদের দুই ঘণ্টা পর আবার সেই লেন দখলে নিয়েছে তারা। তবে এখনও মাঝ লেন বরাবর যে ট্রাফিক পুলিশ বক্স রয়েছে। সেটা উচ্ছেদের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি সংশ্লিষ্টরা।

রবিবার (২৭ ডিসেম্বর) বেলা এগারটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ডিএনসিসির মহাখালী অঞ্চলের (অঞ্চল-৩) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ পার্কিংয়ের জন্য ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কারের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

বিকালে সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের বিটিসিএল টেলিফোন রাজস্ব ভবন, পাট গবেষণা ইনস্টিটিউট, সেচ ভবনের সামনে সাইকেল লেনের ওপরে সরকারি গাড়ি পার্কিং করা। রাস্তায় বিকল হয়ে পড়া গাড়ি, সিএনজি, রিকশা দাঁড়ানো। নিজ লেনে জায়গা না পেয়ে মূল সড়ক দিয়ে যাচ্ছে সাইকেল। অবৈধ পার্কিংয়ের সবাই যেন না বোঝার ভান করে বসে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও