You have reached your daily news limit

Please log in to continue


লঞ্চের কয়েক ঘণ্টা আগে Xiaomi Mi 11-এর বক্স ঘিরে 'রহস্য'! থাকছে না কোনও চার্জার

পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে Xiaomi। বিগত কিছু দিন ধরেই এই Xiaomi Mi 11 স্মার্টফোন নিয়ে বিস্তর জল্পনা চলছে। ফোন লঞ্চের আগেই ফাঁস হয়ে গিয়েছে একাধিক ফিচার্স। এবার জানা গেল, এই Mi 11 ফোনের সঙ্গে কোনও চার্জার অফার করছে না Xiaomi। খবরটি নিশ্চিত করে জানিয়েছেন Xiaomi-র CEO লেই জুন। Weibo-তে একটি ভিডিয়ো পোস্ট করে খবরটি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, Xiaomi পরিবেশবান্ধব স্মার্টফোন এবং তার বক্স নিয়ে আসার লক্ষ্য স্থির করেছে। আর সেই কারণে এই ফোনের বক্সের সঙ্গে কোনও চার্জার অফার করছে না কোম্পানি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন