মহামারিতে আরো ধনী হলো যে দেশ
করোনা মহামারির কারণে যেখানে পুরো বিশ্বের অর্থনীতি দেউলিয়াপ্রায়। করোনা সময়কালীন ও করোনার পরও ক্ষুধা আর দারিদ্র্যে বিপর্যস্ত থাকবে পুরো বিশ্ব, এমনই পূর্বাভাস দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। সেখানে একটি দেশের অবস্থান ব্যতিক্রম। বলছি, ইউরোপের দেশ ডেনমার্কের কথা।
মহামারিতে নাকি এই দেশের নাগরিকরা আরো বেশি অর্থের মালিক হয়েছেন। কোপেন হেগেনে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০ সালে করোনা মহামারির মধ্যে এ স্ক্যান্ডিনেভিয়ান দেশটির নাগরিকদের জুলাই থেকে সেপ্টেম্বরে অর্থ বেড়েছে ৯৩ হাজার কোটি ডলার; যা মহামারির আগের চেয়ে অনেক বেশি।