সংঘর্ষের পর লেবাননে সিরিয়ান শরণার্থী শিবিরে আগুন

কালের কণ্ঠ লেবানন প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৫১

লেবাননের উত্তরাঞ্চলে স্থানীয় সময় শনিবার রাতে সিরিয়ান শরণার্থী শিবিরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। লেবাননের স্থানীয় বাসিন্দা এবং শরণার্থী শিবিরের কয়েকজন সদস্যের ভেতর মারামারির পর এ ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, মিনিয়েহ এলাকার ওই শিবিরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি ইউএনএইচসিআর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও