![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F16d7c521-0ecb-42b6-a153-abbf92e99e6f%252Frajshahi.png%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সোনার বার ছিনতাইয়ে নাটক সাজান ছোট ভাই
রাজশাহীতে বড় ভাই দ্বিজেন ধরের সোনার বার ছিনতাইয়ে ছোট ভাই জিতেন ধর নাটক সাজিয়েছেন। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত জিতেনকে ১৬টি সোনার বারসহ গ্রেপ্তার করা হয়েছে। জিতেন একটি সোনার বার নাটোরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় রাজশাহী নগর পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, নাটোরের বাগাতিপাড়ার জামনগর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী দ্বিজেন ধর (৫০) ফেনী থেকে ১৭টি সোনার বার কিনেছিলেন।