অপূর্ণতা ঢাকতে এবার উড়ালসড়ক

প্রথম আলো কিশোরগঞ্জ সদর প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১৭:২৮

কিছুদূর পরপর দ্বীপের মতো ভেসে থাকা গ্রাম, হিজলবন। তার পাশ দিয়ে যেন এঁকেবেঁকে চলে গেছে এক কালো রেখা। সেটি আসলে হাওরের বুকে দিগন্তে হারিয়ে যাওয়া পিচঢালা পথ। বর্ষায় যেখানে ঢেউ আছড়ে পড়ার শব্দ শোনা যায়। বলা হচ্ছে সম্প্রতি চালু হওয়া ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের মধ্যে নির্মিত সড়কের কথা। সড়কটি চালু হওয়ার আগেই গত বর্ষায় সেখানে দর্শনার্থীদের ভিড় লেগে গিয়েছিল।

সেই চোখজুড়ানো সড়কটি আদতে পূর্ণতা পায়নি। কারণ, এর সঙ্গে কিশোরগঞ্জ সদর তথা সারা দেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়নি। ফলে যানবাহনের চলাচলও খুব সীমিত। ৮৭৪ কোটি টাকার এই সড়কের প্রধান বাহন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও