প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, দাবি শফীর শ্যালকের
হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীকে ‘হত্যার অভিযোগে’ মামলা করার পর প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাদি শফীর শ্যালক মো. মঈন উদ্দিন।
চট্টগ্রাম প্রেস ক্লাবে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমরা সত্য মামলা করেছি।
“জুনাইদ বাবুনগরী যদি অপরাধী না হয়ে থাকেন তবে তার বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত রাগ, বিরাগ নেই। তবে যদি অপরাধী হয়ে থাকেন এবং তদন্তে যদি প্রমাণ হয়, তবে তার শাস্তি ও ফাঁসি দাবি করছি। তাদের এত ভয় কেন, তারা যদি দোষী না হয়ে থাকেন তদন্তে তা প্রমাণ হবে।”