প্রেমিকাকে খুন, ১২ বছরের জেল লিজিয়ঁ দ্য’নর জয়ী ইতিহাসবিদের
প্রেমিকাকে খুনের দায়ে ইতিহাসবিদ ওলোগ সোকোলভকে সাড়ে ১২ বছরের জেলের সাজা দিল রাশিয়ার আদালত। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আদালতের বিচারক ইউলিয়া ম্যাক্সিমেনকো ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান লিজিয়ঁ দ্য’নর প্রাপ্ত ৬৪ বছরের ঐতিহাসিকের সাজা ঘোষণা করেন।
প্রায় এক দশকের পুরনো এই মামলায় সোকোলভের বিরুদ্ধে তাঁর প্রেমিকা তথা ছাত্রী আনাস্তাশিয়া ইয়েসচেঙ্কোকে খুন করে হাত কেটে ফেলার অভিযোগ রয়েছে। ২০১০ সালের নভেম্বরে সেন্ট পিটার্সবার্গের বরফ জমা মাইকা নদীর উপরে মত্ত অবস্থায় সোকোলভকে উদ্ধার করা হয়েছিল। সে সময় তাঁর কাছে থাকা ব্যাগে এক মহিলার কাটা হাত উদ্ধার হয়। এক পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।