You have reached your daily news limit

Please log in to continue


বাবাকে মিস করছেন সোনম

২৪ ডিসেম্বর ছিল অনিল কাপুরের ৬৪তম জন্মদিন। তখন বলিউডের এই চিরসবুজ অভিনেতা ছিলেন ‘যুগ যুগ জিয়ো’ সিনেমার শুটিংয়ে, ভারতের চণ্ডীগড়ে। আর মেয়ে সোনম কাপুর ইংল্যান্ডের লন্ডনে। ‘নিরজা’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘প্যাডম্যান’, ‘রঞ্জনা’, ‘সঞ্জু’খ্যাত ৩৫ বছর বয়সী এই তারকা আছেন তাঁর ব্যবসায়ী জীবনসঙ্গী আনন্দ আহুজার সঙ্গে। কেননা, তাঁর ব্যবসা লন্ডনকেন্দ্রিক। তবে বাবা–মেয়ের দূরত্ব মিলিয়ে গেছে ইনস্টাগ্রামে। বাবার জন্মদিনে সেখানেই শুভেচ্ছা জানালেন জাতীয় পুরস্কারজয়ী এই বলিউড অভিনেত্রী। সোনম জানিয়েছেন, লন্ডনে বড়দিনে তিনি যে মানুষটাকে সবচেয়ে বেশি মিস করছেন, তিনি তাঁর বাবা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন, ড্যাডি। তুমি আমার জানামতে এই বিশ্বের সবচেয়ে উদার আর ইতিবাচক মানুষ। আমার কী সৌভাগ্য, আমার শরীরে বইছে তোমার রক্তের স্রোত, আমার মেরুদণ্ড তোমার ন্যায়, নীতি আর আদর্শে তৈরি। এখানে বসে তোমার কথা খুব মনে পড়ছে। কবে যে তোমাকে আবার দেখব। নতুন বছর আসছে। আমার আর তর সইছে না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন