ইসরায়েলি হামলা বন্ধ করতে জাতিসংঘের প্রতি দামেস্কের আহ্বান

বাংলাদেশ প্রতিদিন সিরিয়া প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ০৭:৫৫

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অব্যাহত ইসরায়েলি হামলাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তার পুনরাবৃত্তি রোধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। ওই মন্ত্রণালয় শুক্রবার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো আলাদা চিঠিতে এ আহ্বান জানিয়েছে।

চিঠিতে বলা হয়, ইসরায়েল শুক্রবার ভোররাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার পশ্চিমাঞ্চলয় হামা প্রদেশের মাসইয়াফ এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে এই হামলাকে ১৯৭৪ সালে পাস হওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৩৫০ নম্বর প্রস্তাবের সম্পূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও