চীনে সাংবাদিক আটক, অবিলম্বে মুক্তি দাবি আইএফজের

কালের কণ্ঠ চীন প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ২১:২৯

চীনা সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা ডু বিনকে আটক করেছে চীন। গত ১৬ ডিসেম্বরে "ঝগড়া করা এবং ঝামেলা উস্কে দেওয়ার" অভিযোগে কর্তৃপক্ষ তাকে আটক করে বলে জিানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে)। আইএফজে চীন সরকারকে তাত্ক্ষণিকভাবে ডুকে মুক্তি দিতে এবং চীনা নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে সম্মান জানাতে আহ্বান জানিয়েছে।

ডু বিন (৪৮) একজন চীনা প্রামাণ্যচলচ্চিত্র নির্মাতা এবং সাংবাদিক। তিনি এর আগে নিউ ইয়র্ক টাইমসে ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসাবে কাজ করেছেন। ডুকে আটকের পেছনে তার সাম্প্রতিক লেখার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ২০২১ সালে সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিনের শাসন সম্পর্কিত তার একটি বই প্রকাশের কথা রয়েছে। এটিও তার আটকের কারণ হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও