কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোটারদের পা ধুয়ে দিয়ে কথা রাখলেন পরাজিত প্রার্থী

প্রথম আলো কবিরহাট প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ২১:২৭

শেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি ভোটারদের কথা দিয়েছিলেন, নির্বাচনে জয়-পরাজয় যা–ই হোক, ভোটারদের পা ধুয়ে দিয়ে তিনি সম্মান জানাবেন। ওই নির্বাচনে তিনি শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন। কিন্তু ভোটারদের দেওয়া কথা তিনি ঠিকই রাখলেন। আজ শুক্রবার উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি থেকে একজন করে প্রতিনিধি ভোটারের পা ধুয়ে দিয়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন।

আলোচিত এই ঘটনার জন্ম দিয়েছেন নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলা বক্স তাহের ওরফে টিটু। তিনি গত বছর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় হন। নির্বাচনের সময় দেওয়া কথা রাখতে আজ তিনি তাঁর বাড়িতে ভোটারদের পা ধুয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলা বক্স তাহের তাঁর গর্ভধারিণী মা হোসনে জাহান বেগমের পা ধুয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘পা ধোয়ানোর কর্মসূচি’ সূচনা করেন। এরপর তিনি একে একে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাধারণ ভোটারদের প্রতিনিধি হিসেবে ১০ জন ভোটারের পা ধুয়ে দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও