![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F3dc58a4e-271c-4a6d-afba-ddf90e7640f3%252FKushtia_DH0572_20201218_kushtia_bhagha__3_.jpg%3Frect%3D0%252C0%252C1000%252C525%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কুষ্টিয়ার এসপিকে বরখাস্তের দাবি হেফাজতে ইসলামের
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে বরখাস্ত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
পুলিশ সুপারের সাম্প্রতিক এক বক্তৃতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজতের এই নেতা বলেন ‘কুষ্টিয়ার এসপির তথাকথিত মৌলবাদের ধোঁয়া তুলে হাত ভেঙে দেওয়ার হুমকি সরকারি পোশাকে গণবিরোধী মাস্তানি।’ তিনি বলেন, ভাস্কর্য ভাঙার মতো স্যাবোটাজ ঘটিয়ে আলেম-ওলামার ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চলছে।